নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে লাইসেন্স না থাকায় মেসার্স রায়হান ব্রিকস্ নামের একটি ইটভাটা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়ান গ্রামে কৃষি জমিতে মেসার্স রায়হান ব্রিকস্ নামের একটি ইটভাটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ওই ইটভাটাটি উচ্ছেদ করে। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ইটভাটায় পানি দিয়ে চুল্লি নিবিয়ে দেয়। পরে ভেকু দিয়ে ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

ইটভাটার মালিক খোরশেদ আলম বলেন, আমি ধার-দেনা করে ভাড়া নিয়ে ইটভাটাটি পরিচালনা করছিলাম। আমি নিঃস্ব হয়ে যাবো। তবে ইটভাটার লাইসেন্স না থাকার বিষয়টি তিনি স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী সখীপুর বার্তাকে বলেন, লাইসেন্স না থাকার অপরাধে রায়হান ব্রিকস নামের অবৈধ ইটভাটাটি উচ্ছেদ করা হয়েছে।
–এসবি/সানি