18 C
Dhaka
Thursday, January 23, 2025

সখীপুর আবাসিক মহিলা কলেজে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুর উপজেলার একমাত্র নারী...

সখীপুরে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮)...

লাবীব গ্রুপে এসএসসি ও এইচএসসি পাশে নিয়োগ, সখীপুরবাসীর অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক: লাবীব গ্রুপের সিস্টার কনসার্ন Excel...

আজ থে‌কে কোয়ারেন্টাই‌নে পু‌রো সখীপুর

জাতীয়আজ থে‌কে কোয়ারেন্টাই‌নে পু‌রো সখীপুর

সাইফুল ইসলাম সা‌নি: অাজ বুধবার থে‌কে টাঙ্গাইলের সখীপুর উপজেলাকে ‌কোয়া‌রেন্টাইনের আওতায় আনা হ‌য়ে‌ছে ব‌লে ঘোষণা ক‌রে‌ছে করোনাভাইরাস সংক্রমণ প্র‌তি‌রোধ ক‌মি‌টি। সকাল ৮টা থেকে উপ‌জেলার সকল বাজারের ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান বাদে সব ধরনের দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হ‌য়ে‌ছে। জরু‌রি সা‌র্ভিস ব্যতীত অন্য উপজেলার কোনো পরিবহন ও লোকজন সখীপুর উপজেলার ভেতরে প্রবেশ করতে পারবে না, সখীপুর থে‌কেও কোন লোকজন এবং গা‌ড়ি বা‌হিরে যা‌বেনা। উপজেলার সীমান্তের গুরুত্বপূর্ণ প‌য়েন্টগু‌লো‌তে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। মঙ্গলবার বিকেলে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর পৌরশহর ও কয়েকটি বাজার ঘুরে এ সিদ্ধান্ত বাস্তবায়নের চিত্র দেখা গেছে।

সভার সিদ্ধান্ত মোতা‌বেক, লকডাউন নয় তবে পুরো সখীপুর উপজেলাকেই কোয়ারেন্টিনে রাখা হয়ে‌ছে। মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও ওষুধের দোকান ব্যতীত অন্য সকল ধরণের দোকান বন্ধ থাকবে। সব ধরনের গণজমায়েতের স্থান, বিয়ে, মাহফিল, রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান বন্ধসহ সব ধরনের গণপরিবহন, নসিমন, করিমনসহ যান চলাচল বন্ধ থাকবে। সীমানা পয়েন্টে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, রোভার স্কাউট, সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য সার্বক্ষণিক পাহারা দেবেন।সভায় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সখীপুর পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, আজ থেকে লোকজনের চলাফেরায় নিষেধাজ্ঞা থাকায় সখীপুর হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু থাকবে।লোকজন হাসপাতালে না এসে টেলিফোনের মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণ করবে।

ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, ‘সখীপুর উপজেলায় চলতি মাসে ৬৪৭জন প্রবাসী ফিরেছেন। এদের মধ্যে ৩২৭জনকে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। অনেকেই পাসপোর্টের ঠিকানায় পাওয়া যাচ্ছে না। প্রবাসীরা কোয়ারেন্টিন মানছেন না। ইতিমধ্যে ১০-১২জনকে জরিমানাও করা হয়েছে। এজ‌ন্যে পুরো সখীপুরকে নিয়ন্ত্রণের চাঁদরে ঢাকা হবে।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন, সভার সিদ্ধান্ত ইতিমধ্যে উপজেলার সকল মসজিদের ইমামকে মসজিদের মাইকে রাতেই ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

-এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles