নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর আবাসিক মহিলা কলেজের জমিদাতা, সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের জমিদাতা আলহাজ মোখতার আলী তালুকদারের আজ ১৩ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শনিবার সকালে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।


উল্লেখ্য, মোখতার আলী তালুকদার টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চার চারবারের সাংসদ প্রয়াত শওকত মোমেন শাহজাহানের পিতা ও ওই আসনের দশম সংসদের সর্বকনিষ্ঠ সাংসদ অনুপম শাহজাহানের দাদা এবং বর্তমান সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু’র পিতা।

