নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট দানবীর মোখতার আলী তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী। দিনটি পালন উপলক্ষে মোখতার স্মৃতি ফাউন্ডেশন ও তাঁর পরিবার নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম দোয়া মাহফিল ও স্মরণসভা। সকালে তাঁর কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এছাড়া সখীপুর আবাসিক মহিলা কলেজ, সখীপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গন স্কুল এন্ড কলেজ, সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। মোখতার আলী স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান বলেন, মোখতার আলী তালুকদার ছিলেন একজন দানবীর ও শিক্ষানুরাগী মানুষ। তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ওই সংগঠনের সভাপতি অধ্যক্ষ জাকির হোসাইন বলেন, নারী শিক্ষার প্রসারসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়তে তাঁর ব্যাপক অবদান রয়েছে। তিনি তাঁর নানা ইতিবাচক কর্মের জন্য আজও মানুষের মাঝে বেঁচে আছেন। মোখতার আলী তালুকদারের নাতি সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয় বলেন, আমার দাদা মানুষের কল্যাণের জন্য সবসময় কাজ করতেন। নিজের পরিবারের জন্য কখনো ভাবেননি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের নানা কল্যাণকর কাজে অবদান রেখেছেন। এক কথায় যদি বলতে চাই তিনি দানবীর ছিলেন।তিনি সাবেক সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান ও সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের পিতা এবং সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয়ের দাদা।২০০৮সালের ২৮ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
