নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা একটি দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। গত সাত মাস ধরে এই সরকারের কর্মকাণ্ড লক্ষ্য করছি, তারা দেশের এই দেউলিয়া অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি ও সামগ্রিক পরিস্থিতিকে মোকাবেলা করার চেষ্টা করছেন। তারা এই দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠনের চেষ্টা করছেন। আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, গত দুইদিন ধরে বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা শহরে এক ধরণের অস্থিরতা দেখা যাচ্ছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ও গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ছাত্র সমন্বয়কদের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। নানা মহল ষড়যন্ত্র করছে। আমি সংশ্লিষ্ট সকল মহলকে অনুরোধ জানাই- একে অন্যের উপর দোষ না চাপিয়ে দিয়ে সবাই দেশের জন্য কাজ করুন। এই অস্থিরতা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের উস্কে দেবে। ষড়যন্ত্র ও কূপমণ্ডকতা পরিহার করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করুন।
ইফতার মাহফিলে বহেড়াতৈল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যাপক সুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজাহান সাজু, সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক শিকদার মুহাম্মদ ছবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
–এসবি/সানি