26.5 C
Dhaka
Sunday, April 20, 2025

সখীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫লাখ টাকা অর্থ সহায়ত

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের...

সখীপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের ধান...

আমা‌দের মিলন: একজন দক্ষ প‌রিচালক ক্যা‌মেরা পারসন- এবার মন দি‌য়ে‌ছেন গান লেখায়

জাতীয়আমা‌দের মিলন: একজন দক্ষ প‌রিচালক ক্যা‌মেরা পারসন- এবার মন দি‌য়ে‌ছেন গান লেখায়

‌নিজস্ব প্র‌তি‌বেদক: দক্ষ পরিচালক ও ক্যামেরা চালনায় বেশ সুনাম রয়েছে নাসির উদ্দিন মিলনের। বাংলাদেশের নতুন পুরাতন জনপ্রিয় মুখ নিয়ে বেশ কিছু ভালো নাটক ও শর্ট ফিল্ম নির্মাণ করেছেন তিনি। বর্তমান সময়েও ব্যস্ত সময় পার করছেন নিজের এই কর্মের মাধ্যমেই। সাথে তার আরো একটি কাজ যুক্ত হলো। সেটা হলো গান লেখা। আগেও টুকটাক গান ও কবিতা লেখালেখি করতেন। সেই উৎসাহ থে‌কেই গান লেখা শুরু। তার বা‌ড়ি সখীপুর উপ‌জেলার বহু‌রিয়া গ্রা‌মে। তার প্র‌তি‌টি নাটক, শর্ট ফিল্ম ও গা‌নে গ্রা‌মের ম‌নোরম প্রকৃ‌তি ফো‌টে উ‌ঠে।  একান্ত আলাপচা‌রিতায় তি‌নি সখীপুর বার্তা‌কে ব‌লেন, “আমি এখন পুরোপুরিভাবে গান লেখার কাজে মনোনিবেশ করেছি।বাংলাদেশের নাম করা গীতিকারের সারিতে আমার নামও লিখানোর সফল প্রয়াসে এগিয়ে চলছি। বাদ বাকি আল্লাহ ভরসা। আল্লাহ চাইলে সব হবে। আমি গান ভালোবাসি, গানের মানুষকেও ভালোবাসি, সেই সুবাদেই আমার এমন ইচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটা গান লিখেছি। বাংলাদেশের নামকরা শিল্পীরা আমার লেখা গানগু‌লো কম্পোজ করেছেন ও গেয়েছেন। সামনে আরো কয়েকটা বড় বাজেটের কাজ হা‌তে নি‌য়ে‌ছি। এগু‌লো সব বাংলা মিউজিক প্রোডাকশনের ব্যানারে বাজা‌রে আস‌বে। গানগুলো দে‌শের জনপ্রিয় সব শিল্পীদের ক‌ণ্ঠে উঠ‌বে। দর্শক-শ্রোতারা খুব দ্রুতই ভা‌লো কিছু পাবেন বলে আশা কর‌ছি।  ভালো গান উপহার দেয়ার চিন্তা ভাবনা মাথায় রেখেই গানগুলো লিখেছি। যার কথা সুর ও  শিরোনামে থাকবে সম্পূর্ণ নতুনত্ব। থাকবে ভিন্ন স্বাদ। যেমন- বদনাম, কলঙ্ক, জ্বালা, শেষ ভালোবাসা ইত্যাদি।
নাসির উদ্দিন মিলন সবার কাছে দোয়া ও ভালোবাসা চে‌য়ে‌ছেন। যে‌নো তার এ নতুন চিন্তা শক্তিকে বাস্তবে রূপ দিতে পারেন।‌ দোয়া ও আ‌শির্বাদ চে‌য়ে‌ছেন বি‌শেষ ক‌রে সখীপুর বাসীর কা‌ছে। কারণ সখীপু‌রের ছে‌লে হি‌সে‌বে এটা তার প্রত্যাশা। 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles