ইসমাইল হোসেনঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৃতি সন্তান কাজী আশরাফ সিদ্দিকীকে ভাইস চেয়ারম্যান করায় দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে বাসাইল-সখীপুরের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার সকালে চেয়ারম্যানের উত্তরা বাসভবনের বাসাইল-সখীপুরের দুই উপজেলা ও পৌরসভার নেতার শুভেচ্ছা জানায়। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী, সখীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আ.সামাদ সিকদার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি ফরমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আ.আওয়াল মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, হাতিবান্ধা ইউনিয়নের সভাপতি আ.জলিল মেম্বার, যাদবপুর ইউনিয়নের সভাপতি মো. মোসলেম উদ্দিন খান, পৌর নেতা আলমগীর হোসেন, ছাত্রনেতা আমিনুল ইসলাম প্রমুখ। অন্যদিকে বাসাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মাষ্টার, সহ-সভাপতি মোশারফ হোসেন ভুইয়া, উপজেলা যুদসংহতি সভাপতি তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ কাজী আশরাফ সিদ্দিকী সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামের মাওলানা সিরাজুল হকের ছেলে এবং পলাশতলী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এর আগে তিনি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন নিয়ে টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইলে) আসনে নির্বাচন করেছেন। ইতিমধ্যে তিনি দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে ত্যাগী ও সৎ নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তারই ফলস্বরূপ হিসেবে তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দায়িত্ব দেওয়া হয়।