27.9 C
Dhaka
Sunday, August 17, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

আশ্রয়হীন ৪৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

জাতীয়আশ্রয়হীন ৪৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

সাইফুল ইসলাম সানি: সখীপুরে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আশ্রয়হীন ৪৫ পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ -এই স্লোগানে সখীপুর উপজেলায় সরকারি খাস জমিতে ৪৫ পরিবারকে আশ্রয় করে দিচ্ছে সরকার।আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার যাদবপুর ইউনিয়নে ২টি, হাতিবান্ধা ইউনিয়নে ২৫টি, দাড়িয়াপুর ইউনিয়নে ১টি, বহেড়াতৈল ইউনিয়নে ১৩টি এবং কাকড়াজান ইউনিয়নে ৪টি ঘর নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন ৪৫টি ঘরের মধ্যে শনিবার সকালে ৪টি ঘর ভূমি দলিলসহ হস্তান্তর করেছে সখীপুর উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক শওকত সিকদার, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ওসি একে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের সঙ্গে শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। সখীপুরে প্রথম দফায় ৪টি পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। বাকি ঘরগুলো নির্মাণ শেষে বুঝিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, আমরা কাজের মান ঠিক রাখতে সার্বক্ষণিক তদারকি করছি। যারা প্রকৃত ভূমিহীন তারাই এ সুবিধার আওতায় এসেছে বলেও তিনি জানান।

এসবি/ডেস্ক

Check out our other content

Check out other tags:

Most Popular Articles