26.9 C
Dhaka
Wednesday, July 16, 2025

সখীপুরে উপজেলা প্রশাসনের জুলাই শহীদ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: বুধবার সকালে শহীদ জুলাই দিবস...

সখীপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন প্রকল্পের উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক...

বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী...

আশ্রয়ণ প্রকল্প: ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’

জাতীয়আশ্রয়ণ প্রকল্প: ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’

বার্তা ডেস্ক: প্রাকৃতিক ভাবে বাংলাদেশ উপকূলীয় দুর্যোগ প্রবণ এলাকায় অবস্থিত। এজন্য প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় দক্ষিণ এশিয়ার এই দেশটি। ১৯৯৭ সালে ১৯ মে কক্সবাজার সহ উপকূলীয় অঞ্চলে আঘাত হানে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়। হঠাৎ আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে গৃহহীন হয়ে পড়ে উপকূলীয় অঞ্চলের অসংখ্য মানুষ। দুর্দশাগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেন তাদের আশ্রয় দেয়ার জন্য। সেই থেকে আশ্রয়হীন মানুষের ‘ আশ্রয়ণ’ প্রকল্পের যাত্রা শুরু হয়।

পুনর্বাসিত ভূমিহীন, গৃহহীন, দুর্দশাগ্রস্ত ও ছিন্নমূল পরিবারের স্বামী-স্ত্রীর যৌথ নামে ভূমির মালিকানা স্বত্বের দলিল/কবুলিয়ত সম্পাদন, রেজিষ্ট্রি ও নামজারী করে দেয়া হয়। পুনর্বাসিত পরিবার সমূহের জন্য সম্ভাব্য ক্ষেত্রে কমিউনিটি সেন্টার নির্মাণ, মসজিদ নির্মাণ, কবর স্থান, পুকুর ও গবাদি পশু প্রতিপালনের জন্য সাধারণ জমির ব্যবস্থা করা হয়। পুনর্বাসিত পরিবারের সদস্যদের বিভিন্ন উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকান্ডের জন্য ব্যবহারিক ও কারিগরী প্রশিক্ষণ দান এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশে ২ লাখ ৬৪ হাজারেরও বেশি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন এবং জীবিকার ব্যবস্থা করেছে সরকার। ১৯৯৭ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্প প্রথম দুটি ফেজ শেষ হয় ২০১০ সালে। ২০১০ সালে সরকার দ্বিতীয় ফেজের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার পরিবারকে আশ্রয় প্রদান করেছে, যাতে খরচ হয়েছে ৪ হাজার ৮৪০ কোটি ২৮ লাখ টাকা। ২০১০ সালের জুলাই এর পর থেকে বর্তমানে প্রকল্পের আওতায় ১ লাখ ৫৮ হাজার ৫২৯ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় বৃক্ষরোপণও করা হয়।

প্রধানমন্ত্রীর অঙ্গীকার দেশের মানুষ গৃহহীন থাকবে না। সবার মাথার উপর থাকবে ছাদ, এর উপর ভিত্তি করেই বাস্তবায়ন করা হয়েছে ‘আশ্রয়ণ’ প্রকল্প। অনেক গৃহহীন ভিক্ষুক ও এর আওতার অন্তর্ভুক্ত হয়েছে। ‘রূপকল্প-২১’ ও ‘রূপকল্প -৪১’ বাস্তবায়নের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles