নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) নজরুল ইসলাম দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেছেন। আজ সোমবার সকালে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৮নং ওয়ার্ডের ১৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করেন।
প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং চলমান খাদ্য সংকটে দরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য জিন্নত আলী, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ, উদয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহআলম সিকদার, শহীদ পাশা, খন্দকার হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
-এসবি/সানি