25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

এ যেন সত্যিকারের আসমানী

জাহিদ হাসান: আসমানীরে দেখতে যদি তোমরা সবে...

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩

বাংলাদেশজাতীয়ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।

তারা কালো পতাকা নিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি।

আটক ৩ জনের কাছ থেকে জানা যায়, তারা মোহাম্মদপুর থেকে মোট ৫ জন এসেছিলেন মিছিলের উদ্দেশ্যে। পাশাপাশি তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেন।

হাতে কালো পতাকা কেন জানতে চাইলে তারা বলেন, কালো পতাকায় কি সমস্যা আমরা জানি না। পতাকায় শুধুমাত্র কালিমা লেখা ছিল।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, আটক নয় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দাবি তারা এই মিছিলের কেউ নন এবং দলের কেউ তাদের চেনে না।

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

প্রসঙ্গত, ছয় সংস্কার কমিশন গঠনের পর শনিবার (০৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় দুপুর আড়াইটায় এই সংলাপ শুরু হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ। সর্বশেষ গত ৩১ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles