ইসমাইল হোসেন: সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি সিকদার মুহাম্মদ সবুর রেজার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে সখীপুর থানা পুলিশের সাদা পোশাকের একটি দল পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের সৌখিন মোড়ে বাসায় এ তল্লাশি চালায়। তবে পুলিশের দাবি- তল্লাশি নয়; ওই বাসায় নাশকতার উদ্দেশ্য নিয়ে কোনো সভা হচ্ছে কিনা তা জানতে পুলিশ পাঠানো হয়েছিল।
ভাইস চেয়ারম্যান সবুর রেজা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে পুলিশের একটি টিম আমার বাসায় এসে তল্লাশি চালায়। এ সময় আমি বাসায় ছিলাম না। তারা আমার বিষয়ে জানতে চায় এবং খোঁজাখুজি করে।
তিনি আরও বলেন, আমার নামে কোনো মামলা নেই। তারপরও পুলিশ আমাকে গ্রেপ্তার করা হবে বলে হুমকি দিয়ে গেছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী জানান, আমাদের কাছে খবর ছিল ওই বাসায় নাশকতার পরিকল্পনা নিয়ে বৈঠক করা হচ্ছে। এর খোঁজ খবর জানতেই পুলিশ পাঠানো হয়েছিল। কোনো তল্লাশি চালানো হয়নি।