22 C
Dhaka
Sunday, March 23, 2025

আমরা দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি: আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস...

সংস্কার বাস্তবায়ন করতে নির্বাচন অত্যাবশ্যকীয়: আযম খান

সাইফুল ইসলাম সানি: বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)...

৮ তারিখ আপনার জন্যে সৌভাগ্যপূর্ণ: ড. ইউনূসকে বললেন আযম খান

সাইফুল ইসলাম সানি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- জমে উঠেছে প্রচার-প্রচারণা

সখীপুরউপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- জমে উঠেছে প্রচার-প্রচারণা

নিজস্ব প্রতিবেদক : সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে প্রচার-প্রচারণা এখন সর্বত্র। ১১ জুন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে সভাপতি পদে সংস্থাটির বর্তমান সভাপতি ও গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম এবং গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমীর প্রধান শিক্ষক মতিউর রহমান ভূইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একে এম সাইফুল্লাহ, সখীপুর পিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম ফজলুল হক, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবদুল আজিজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার আনাচে-কানাচে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক থাকায় এ নির্বাচনের আলোচনা জনগণের দোরগোড়া পর্যন্ত পৌছে গেছে। বিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রার্থীদের প্রায়ই ভোট প্রসঙ্গে আলাপ আলোচনা করতে দেখা গেছে। আর বিদ্যালয় অফিস কক্ষেতো শুরু থেকে শেষ সমিতির নির্বাচন ছাড়া আর কোনো আলাপই নেই। কোনো কোনো শিক্ষক আলোচনায় মত্ত হয়ে ক্লাসের কথাও ভুলে যান বলে অভিযোগ রয়েছে। আবার কোনো কোনো প্রার্থী শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রার্থনা করছেন। নানা ধরনের সুবিধা দেবার কথা বলে ভোট চেয়ে যাচ্ছেন তাঁরা। প্রার্থীরা সুযোগ পেলে ভোটের আশায় শিক্ষকদের রীতিমতো আপ্যায়নও করে যাচ্ছেন। আগামী ১১ জুন উপজেলার উচ্চ বিদ্যালয় ও নি¤œ মাধ্যমিক মোট ৪৮টি বিদ্যালয়ের শিক্ষক ও তৃতীয় শ্রেণির কর্মচারীসহ মোট ৬২৫ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles