- নিজস্ব প্রতিবেদক: রবিবার থেকে সারাদেশের মতো সখীপুরেও এইচএসসি ও আলীম পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় উপজেলার বিভিন্ন কলেজ, মাদরাসা ও বিএম শাখা থেকে মোট ২ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি মুজিব কলেজ, সখীপুর আবাসিক মহিলা কলেজ, বিএএফ শাহীন স্কুল এ্যন্ড কলেজ, বড়চওনা কুতুবপুর কলেজ, বোয়ালী ডিগ্রী কলেজ, হাতিয়া ডিগ্রী কলেজ, সূর্যতরুণ স্কুল এন্ড কলেজ, সখীপুর পিএম মডেল স্কুল এন্ড কলেজ, পলাশতলী কলেজ, সানস্টার বিএম কলেজ ও বুয়াইদ বিএম কলেজ থেকে এবারের ভোকেশনালসহ এইচএসসি পরীক্ষায় ২ হাজার ১’শ ৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অন্যদিকে, প্রতিমা বংকী ফাযিল মাদরাসা কেন্দ্রে প্রতিমা বংকী ফাযিল মাদরাসা, নামদারপুর কলেজিয়েট সিনিয়র মাদরাসা, নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, কামালিয়াচালা সিনিয়র মাদরাসা ও মওলানা পাড়া ছালাফিয়া মাদরাসা থেকে ১৬৬ জন পরীক্ষার্থী আলীম পরীক্ষায় অংশ নিচ্ছে।
সরকারি মুজিব কলেজ ও সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে ভোকেশনালসহ এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিমা বংকী ফাযিল মাদরাসা কেন্দ্রে আলীম পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।