নিজস্ব প্রতিবেদক: এবার একুশে বই মেলায় নূর মোহাম্মদ সিরাজীর দুইটি বই প্রকাশ হয়েছে। সিরাজীর জন্ম- ২১ নভেম্বর ১৯৮০ খ্রিষ্টাব্দ। টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামে।
বাবা- জিয়ারত আলী, মা- জহুরা বেগম।
বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতকোত্তর এবং হাদিস শাস্ত্রে কামিল।
সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠক। বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন প্রায় ৯ বছর। হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার বর্ষসেরা প্রতিবেদক। বর্তমানে দেশের শীর্ষ পোশাক রপ্তানীকারক প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের মনট্রিমস লিমিটেড ও ট্রিমস ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেড-এ
‘জেষ্ঠ নির্বাহী (বিক্রয় ও বিপনন)’-পদে কর্মরত।
নূর মোহাম্মদ সিরাজী’র বাংলা সাহিত্য অঙ্গনে রয়েছে অবাদে পদচারনা। তবে প্রবন্ধ বা গবেষণাধর্মী লেখায় সিদ্ধহস্ত। ইদানিং কিছু কিছু গানও লিখছেন।
লেখালেখিতে “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ” প্রবন্ধের জন্য বাংলাদেশ পুলিশ প্রদত্ত পুরস্কার (১৯৯৯),
“ছাত্র রাজনীতি ও শিক্ষার পরিবেশ” প্রবন্ধের জন্য দৈনিক যুগান্তর-এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রদত্ত পুরস্কার (২০০২) এবং “নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব ও পদ্ধতি” প্রবন্ধের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসন প্রদত্ত পুরস্কার (২০০৯) লাভ করেন।
প্রকাশিত প্রথম প্রবন্ধ “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ” (১৯৯৯, ডিটেকটিভ)।
প্রথম ছোটগল্প “ঈশান্ত ত্রিয়াশ বিভা” (২০০৬)।
প্রথম কাব্যগ্রন্থ “বিন্দু বিন্দু ভালোবাসা” (২০১০)।
প্রথম উপন্যাস “ভালোলাগা থেকে ভালোবাসা” (২০১২)।
প্রথম প্রবন্ধ/গবেষণাগ্রন্থ “আধুনিক বাংলা কাব্যের স্বরূপ” (২০১৮)।
প্রথম জীবনীগ্রন্থ “মহাত্মা শেখ হাসিনা” (২০১৮)।
প্রকাশিত বইয়ের সংখ্যা ৮ টি একক, ৩টি যৌথ।