22 C
Dhaka
Sunday, March 23, 2025

আমরা দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি: আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস...

সংস্কার বাস্তবায়ন করতে নির্বাচন অত্যাবশ্যকীয়: আযম খান

সাইফুল ইসলাম সানি: বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)...

৮ তারিখ আপনার জন্যে সৌভাগ্যপূর্ণ: ড. ইউনূসকে বললেন আযম খান

সাইফুল ইসলাম সানি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...

“একুশে-২১”-এর নতুন কমিটি গঠন

জাতীয়"একুশে-২১"-এর নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সংগঠন “একুশে-২১” -এর কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টায় ডিগ্রি অনার্স মাস্টার্স স্টুডেন্টস (ডিঅমস্) অ্যাসোসিয়েশন কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে মো. আরজু আহমেদকে সভাপতি ও প্রভাষক আলীম মাহমুদ জুনিয়রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া হাতিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোজাম্মেল হক সজল টানা দ্বিতীয়বারের মতো অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আনোয়ার কবির সভাপতিত্ব করেন। এ সময় সংগঠনটির সিনিয়র সদস্য মুর্শেদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এসএম আবদুল মালেক, ডা. আরিফুর রহমান আরিফ, ব্যাংক কর্মকর্তা মো. আসাদ জামান, আবদুল হামিদ ওরফে ভিপি হামিদ, খন্দকার নজরুল ইসলাম, প্রভাষক শরিফুল ইসলাম হান্নান, লিটন তালুকদার, সিদ্দিক হোসেন, আবু রায়হান, কণ্ঠশিল্পী জুয়েল রাজ, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সানি, হাবিবুর রহমান ইমন, রাসেল আহমেদ, কণ্ঠশিল্পী হুমায়ুন হিমু, আসিফুল হক সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সভাপতি আরজু আহমেদ ও সাধারণ সম্পাদক আলীম মাহমুদ জুনিয়র এক প্রতিক্রিয়ায় সখীপুর বার্তাকে বলেন, উপজেলার বিভিন্ন প্রান্তের স্ব-স্ব ক্ষেত্রে আলোকিত যুবকদের নিয়ে “একুশে-২১” সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। ‌একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের সাহস বুকে ধারণ করেই আমাদের এগিয়ে চলা। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই পথচলা আরও গতিশীল করার চেষ্টা করা হবে।

এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles