
সাইফুল ইসলাম সানি: সখীপুরে পিডিবি’র গ্রাহকরা দীর্ঘদিন ধরেই ভুতুড়ে বিলে অতিষ্ট। জাতীয় সংসদেও স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয় ভুতুড়ে বিলের সমাধান চেয়ে বক্তব্য দিয়েছেন। এর কিছুদিন পরই এক অদ্ভুতুড়ে বিল পেয়েছেন সখীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বিদ্যুৎ গ্রাহক নাসির আহমেদ। এক মাসেই তার বাসাবাড়ির বিদ্যুৎ বিল এসেছে ৯১ হাজার ৩১ টাকা। এ নিয়ে যারপরনাই অবাক ও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ওই গ্রাহক।
সরেজমিনে ওই বিদ্যুৎ গ্রাহকের মিটার ও বিলের কাগজ ঘেটে জানা যায়, নাসির আহমেদের বিদ্যুৎ বিলের আকাউন্ট নম্বর এ-২৩৯৬১, মিটার নম্বর ২০৯৭৮২। তিনি নিয়মিতই বাসার বিদ্যুৎ বিল পরিশোধ করেন। গত জুন মাসের ৪ হাজার ৫’শ ২১ টাকা এবং জুলাই মাসের ৮ হাজার ১’শ ৮৮ টাকা বিল দিয়েছেন। সেপ্টেম্বর মাস পার হয়ে গেলেও আগস্ট মাসের বিলের কাগজ হাতে পাননি তিনি। কাগজ না পেয়ে ওই গ্রাহক বারবার বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা মিটার পাঠকের সঙ্গে যোগযোগ করলেও কোনো সমাধান দিতে পারেননি। পরে গত শনিবার আগস্ট মাসের ৮৫০০ ইউনিট এবং সেপ্টেম্বর মাসের ২০ ইউনিটসহ মোট ৮৫২০ ইউনিটের ৯১ হাজার ৩১ টাকার বিদ্যুৎ বিল হাতে পান। হঠাৎ এমন অদ্ভুতুড়ে বিলের কাগজ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
বিদ্যুৎ গ্রাহক নাসির আহমেদ বলেন, ‘আগস্ট মাসের বিলের কাগজ না পেয়ে আমি অফিসে যোগাযোগ করি। কিন্তু আমি কাগজ হারিয়ে ফেলেছি বলে তাঁরা আমাকে উল্টো দোষারোপ করেন।
এ বিষয়ে জানতে স্থানীয় বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করা হলে কম্পিউটারে ভুল হয়েছে বলেই নিজেদের দায়িত্ব এড়িয়ে গেছেন। সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ওই বিলের বিষয়টি আমার নজরে এসেছে। অনেক সময় কম্পিউটারের টাইপিং ভুলের কারণে এ রকম হয়। আমি ইতোমধ্যেই বিলটি সংশোধনের জন্য নির্দেশ দিয়েছি।’
-এসআইএস