নিজস্ব প্রতিবেদক: সখীপুরে শিশু শ্রেণির এক ছাত্রীকে (৫) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ওই শিশুর মা বাদী হয়ে উপজেলার নলুয়া গ্রামের আক্কাছ আলীকে (৪৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে সখীপুর থানায় মামলা করেছেন। মামলার পরপরই অভিযুক্ত আক্কাছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্কাছ ওই গ্রামের আরব আলীর ছেলে এবং তিন সন্তানের জনক।
মামলা বিবরণ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী (৫) প্রতিবেশী আক্কাছ আলীর বাড়িতে টেলিভিশন দেখতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে আক্কাছ আলী শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় বাড়িতে লোকজন চলে এলে সে ওই শিশুকে ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরে শিশুটি মায়ের কাছে ঘটনাটি খুলে বলে।
মামলার বাদী ওই শিশুটির মা বলেন, আমি আমার দুধ খাওয়া মেয়ের নির্যাতনকারীর বিচার চাই।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অভিযুক্ত আক্কাছ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।