
- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের পবিত্র ওমরা হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় সখীপুর আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে দোয়া মাহফিলে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, ওসি মাকছুদুল আলম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।