
নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শওকত শিকদার এমপি প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। এর আগে তিনি দুইবার সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ আসনের সাবেক এমপি প্রয়াত শওকত মোমেন শাহজানের মৃত্যুর পর থেকেই তিনি সখীপুর-বাসাইলের প্রত্যন্ত অঞ্চলে এমপি প্রার্থী হিসেব প্রচাররণা চালিয়ে যাচ্ছেন। তিনি আনুষ্ঠিকভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি। আগামি জাতীয় সংসদ নির্বাচনে আমি জোড়ালোভাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।’মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার (কালের কণ্ঠ), সহ-সভাপতি ফজলুল হক বাপপা (আমাদের সময়), মতিউর রহমান (সংবাদ প্রতিদিন), সাধারণ সম্পাদক মামুন হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক এম. সাইফুল ইসলাম শাফলু (যুগান্তর), সাজ্জাত লতিফ (যায়যায়দিন), বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোজাম্মেল হক সজল, মানবজমিন প্রতিনিধি সাইফুল ইসলাম সানি, আজকালের খবর প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ, আলোকিত বাংলাদেশ -এর সখীপুর সংবাদদাতা ইসমাইল হোসেন প্রমুখ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-৮ আসনে তিনিসহ বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, অধ্যক্ষ সাঈদ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আবদুল মালেক মিঞা এমপি প্রার্থী হিসেবে প্রচারণা অব্যাহত রেখেছেন।