নিজস্ব প্রতিবেক: এসএসসি পরীক্ষায় সখীপুরের সেরা হয়েছে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের সাব্বির হাসান জয়। সাব্বির ১৩০০ নম্বরের মধ্যে ১২০০ নম্বর পেয়ে চমক সৃষ্টি করে জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরার কৃতিত্ব অর্জন করেছে। সে ওই প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষা দিয়েছিল। জয় সখীপুর সংবাদপত্র এজেন্ট ও কচুয়া গ্রামের শাহীনুজ্জামানের ছেলে। ওই প্রতিষ্ঠানের সানজিদা আক্তার ১১৬৫ নম্বর পেয়ে উপজেলায় দ্বিতীয় সেরা হয়েছে। বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ উপজেলার মধ্যে সেরা ফলাফল করেছে। ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৩ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। পাশের হার ৯৮.৪০। জয় বড় হয়ে প্রকৌশলী হতে চায় এবং তার মুক্তিযোদ্ধা দাদার স্বাধীন করা দেশের মানুষের সেবা করতে চায়।বাবা শাহীনুজ্জামান ও মা লিনা আক্তার সকলের দোয়া চেয়েছেন। সখীপুর প্রেসক্লাব ও সাপ্তাহিক সখীপুর বার্তার পক্ষ থেকে জয় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় অভিনন্দন জানানো হয়েছে।
