স্পোর্টস ডেস্ক: চলতি বিপিএলে লোয়ার অর্ডার থেকে উপরে উঠে ব্যাটিং করার দারুণ এক দৃষ্টান্ত তৈরি করেছেন রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথমে তিন নম্বরে নেমে খেলেছেন ম্যাচ জেতানো ৫১ রানের ইনিংস।
সে ধারাবাহিকতায় পরের দুই ম্যাচে নেমে গিয়েছেন ইনিংসের সূচনা করতে। ওপেনিং করতে নেমে প্রথম ম্যাচটিতে ৩০ রানের মারমুখী ইনিংস খেললেও, আজ আর পারেননি তিনি। রংপুর রাইডার্সের বিপক্ষে ফিরেছেন একদম প্রথম বলেই, খালি হাতে।
ম্যাচের প্রথম ইনিংসে ওপেনিংয়ে নেমে রাজশাহী অধিনায়ক মিরাজ শূন্য রানে আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে খালি হাতে ফিরেছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। মিরাজের মতোই মাশরাফিও নেমে পড়েছিলেন ইনিংসের সূচনা করতে।
পরে ব্যাট হাতেও মিরাজের ভাগ্যই ছুঁয়েছে মাশরাফিকেও। ক্রিস গেইলকে সাথে নিয়ে ইনিংস সূচনার পরে প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন মাশরাফি। মুখোমুখি দ্বিতীয় বলে কামরুল ইসলাম রাব্বির বোলিংয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।
প্রথম ওভারের শেষ বলে মাশরাফির উইকেট নেয়া রাব্বি, নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে ফিরিয়েছেন মারকুটে ওপেনার ক্রিস গেইলকেও। তবে সে ওভারের প্রথম পাঁচ বলে ২টি করে চার-ছক্কায় ২০ রান দিয়েছেন রাব্বি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে রংপুরের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। মাশরাফি ০ এবং গেইল করেছেন ২৩ রান। তৃতীয় উইকেটে জুটি বেঁধেছেন রিলে রুশো এবং ইসুরু উদানা।