নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার কচুয়া ক্রিকেট প্রিমিয়ার লিগের (কেপিএল) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দপুরে কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ‘আলোকিত যুব সংঘ’ শিরোপা অর্জন করে। আলোকিত যুব সংঘ ১৪০ রান সংগ্রহ করে। ১৪১ রানের টার্গেট নিয়ে ‘ভিলেজ সুপার স্টার্স’ সব কয়টি উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। খেলায় ৫টি দল অংশ গ্রহণ করে। দলগুলো হচ্ছে- আলোকিত যুব সংঘ (চ্যাম্পিয়ন), ভিলেজ সুপার স্টার্স (রানার্সআপ), কিং রাইটার্স, জুয়েল স্মৃতি একাদশ ও হাবীব স্মৃতি একাদশ। খেলায় ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় আশিক। এছাড়াও সে এবারের আসরে ২২৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারও পান। বিজিত দলের খেলোয়াড় রায়হান ২৩টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার পান। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের খেলোয়াড় শান্ত। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী-বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) দেওয়ান মাহবুবুর রহমান বাদল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীরমুক্তিযোদ্ধা দেওয়ান হাবীবুর রহমান, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, সাবেক চেয়ারম্যান জামাল মিয়া, কচুয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক আবদুল আলীম, সখীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, দেওয়ান শাখাওয়াত হোসেন, মাইনুল ইসলাম মুক্তা, নজরুল ইসলাম শিকদার, খেলা পরিচালনা কমিটির সভাপতি শাহীন শিকদার, সহসভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় জুয়েল-শফিক স্বরণে গত ৫ বছর ধরে খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৯ সালের ১২ ডিসেম্বর এবারের আসরের খেলাটি শুরু হয়েছিল।
-এসবি/সানি