নিজস্ব প্রতিবেদক: করোনভাইরাস প্রতিরোধে অসহায়দের পাশে দাঁড়ালেন তারেক কিবরিয়া সজীব। সখীপুর পৌরসভার ১০০ জন দরিদ্র ও অসহায় মানুষকে তিনি আর্থিক সহায়তা দেন। তারেক কিবরিয়া সজীব ইতালীর উত্তর রোম আ.লীগের সহ-সভাপতি। সজীব তাঁদের প্রত্যেকের হাতে নগদ ৫০০ টাকা তুলে দেন। গত তিনদিনে বাড়িতে বাড়িতে গিয়ে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে তিনি জানান। তারেক কিবরিয়া সজীব বলেন, মানুষের বিপদে সামান্য সহযোগিতা করতে পেরে আমার ভাল লাগছে। আল্লাহপাক যেনো খুব দ্রুত এই সংকট থেকে সবাইকে রক্ষা করেন।
