26 C
Dhaka
Tuesday, November 18, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

করোনাভাইরাসে স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর স্বামীরও মৃত্যু

সখীপুরকরোনাভাইরাসে স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর স্বামীরও মৃত্যু

বার্তা ডেস্কঃ ঘাটাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃত্যুবরণকারীরা হলেন- উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামে সোহরাব আলী আকন্দ (৮৫) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৭৫)।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ মে হঠাৎ সোহরাব আলী আকন্দ এবং তার স্ত্রী সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদেরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের দুইজনের করোনাভাইরাসের পরীক্ষা করানো ফল পজেটিভ আসে। পরে অবস্থার অবনতি হলে তাদের দুইজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

পরে বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে প্রথমে সুফিয়া বেগমের মৃত্যু হয়। স্ত্রী মৃত্যুর ৫ ঘণ্টা পর রাত ১০টার দিকে সোহরাব আলী আকন্দেরও মৃত্যু হয়। মৃত্যুবরণকারী দুইজন ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঘাটাইল উইজডম ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কামাল হোসেনের বাবা-মা।

কামাল হোসেন জানান, শুক্রবার (৪ জুন) সকালে জানাজা শেষে তাদের দুইজনকে গর্জনা গ্রামের সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ১৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ১২, কালিহাতীতে ৬, দেলদুয়ারে ৬, ভূঞাপুরে ২, মির্জাপুরে ১, সখীপুরে ১, ঘাটাইলে ১ এবং মধুপুর ১ জন রয়েছে। এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫১১৯ জন। অন্যদিকে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জন।

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles