নিজস্ব প্রতিবেদকঃ
সখীপুরে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা। উপজেলা অবসরপ্রাপ্ত চাকুরীজীবী ফোরামের উদ্যোগে উপজেলার আটটি ইউনিয়নে সপ্তাহব্যাপী ঘুরে ঘুরে এসব লিফলেট বিতরণ করা হবে। এসময় অবসরপ্রাপ্ত চাকুরীজীবী ফোরামের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেছের উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শওকত আলী, সাবেক যুগ্ম সচিব লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম ও গনি, সখীপুর আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান, আমির উদ্দিন কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন, বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী বাদল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ উপস্থিত ছিলেন ।ইউএনও বলেন, সখীপুর উপজেলার প্রত্যেক নাগরিককে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হতে হবে। সকলেরই সরকারের নির্দেশনা মেনে চলা উচিত। ইতিমধ্যেই উপজেলা প্রশাসন সর্বস্তরের জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতার লক্ষ্যে প্রতিরোধমূলক প্রচার প্রচারণার ব্যবস্হা নেওয়া হয়েছে। এসময়ে অবসরপ্রাপ্ত চাকরিজীবী ফোরামের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।ফোরামের সভাপতি ডা: আনোয়ার হোসেন বলেন,আমরা প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করব। বুধবার সখীপুর পৌর শহরে লিফলেট বিতরণ করা হয়েছে।