নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে করোনা ভাইরাসের প্রভাবে সকল এনজিওর গ্রাহকদের কাছ থেকে কিস্তি আদায় স্থগিতে উপজেলা প্রশাসন অনুরোধ জাানিয়েছেন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ‘উপজেলা প্রশাসন সখিপুর’ নামের একটি ফেজবুক পেইজ থেকে জনসাধারণকে বিষয়টি অবগত করা হয়। উপজেলা প্রশাসনের ফেসবুকে উল্লেখ্য করেন, কর্তৃপক্ষের পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত সকল কিস্তি আদায় স্থগিত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আসমাইল হুসনা লিজা বিষয়টি নিশ্চিত করেছেন।