27 C
Dhaka
Sunday, April 27, 2025

সখীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫লাখ টাকা অর্থ সহায়ত

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের...

সখীপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের ধান...

কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

সখীপুরকলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার কাঞ্চনকে (১৭) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় অপহৃতা কলেজ ছাত্রীর বাবা আবদুল মালেক বাদী হয়ে মহসিন শরীফসহ পাঁচজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন।  এ ঘটনায় ওই রাতেই মোহসিন শরীফের সহযোগী আবদুল আলীমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ ।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তানিয়া আক্তার কাঞ্চন  প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সৌখিনমোড় এলাকায় পৌঁছলে মহসিন শরীফ ও তার সহযোগিরা তাকে গতিরোধ করে গাড়িতে তুলে নেয়। মোহসিন উপজেলার লিসবন স্কুলের কম্পিউটার শিক্ষক।
কলেজ ছাত্রীর বাবা আ: মালেক বলেন, আমার মেয়েকে উদ্ধার ও অপহরণকারীদের বিচার চাই।
তবে গ্রেপ্তারকৃত আবদুল আলীম দাবি করেন, মোহসিনের সঙ্গে তানিয়ার প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। আমি অপহরণের সঙ্গে জড়িত নই।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল আলীমকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপহৃতাসহ প্রধান আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles