নিজস্ব প্রতিবেদকঃ কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় সখীপুরে ছাব্বির হোসেন(২৩) নামের এক বখাটেকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ছাব্বির পৌর সভার ৮নং ওয়ার্ডের ময়নাল মিয়ার ছেলে। ছাব্বির পেশায় একজন অটোভ্যান চালক।
আদালত সূত্রে জানা যায়, ছাব্বির দীর্ঘ দিন ধরে ওই কলেজ পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে ওই অভিযোগের ভিত্তিতে বখাটে ছাব্বির হোসেনকে আটক করেছে পুলিশ। পরে বিকেলে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হয়। আদালত ওই বখাটেকে ১ বছরের কারাদন্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বিষয়টি নিশ্চিত করেছেন।