নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠানের বক্তব্যে কাঁদলেন এবং কাঁদালেন উপস্থিত সবাইকে। শনিবার রাতে উপজেলা মিলনায়তনে এক বিদায় অনুষ্ঠানে অশ্রুশিক্ত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, পৌর মেয়র, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, উপজেলা আওয়ামী সভাপতি, সম্পাদক, অধ্যক্ষ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ নানা পেশা শ্রেণির মানুষ। অফিসার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি। সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, ডেসকো’র পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন, চর্যা গবেষক প্রফেসর আলীম মাহমুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, অধ্যক্ষ সাঈদ আজাদ, মহিলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ মোসলিমা খাতুন, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান কেবি এম রুহুল আমিন প্রমুখ বক্তব্য করেন। এর আগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রেসক্লাব, থানা, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ২১ টি বিদায় অনুষ্ঠানে যোগদেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী। ইউএনও চিত্রা শিকারী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সখীপুরে ইউএনও হিসেবে আমার দ্বিতীয় এবং শেষ কর্মস্থল। এখানে আমার মেয়ে আদ্রিতার প্রথম একাডেমিক শিক্ষা শুরু। এই এলাকার মানুষ ভালো কাজের মূল্যায়ন করে, জনপ্রতিনিধিরা পাশে থাকেন। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সখীপুরের মানুষের কাছে অনেক ভালোবাসা পেয়েছি এবং ভালোবাসতে শিখেছি। সখীপুরের মানুষকে কোন দিন ভুলতে পারবো না।