নিজস্ব প্রতিবেদক: কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে আহ্বায়ক এবং শেখ ফরিদউজ্জামান ও জিএম জাকির হোসেনকে যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আজ দুপুরে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পীরজাদা আমির হামজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ কমিটিকে সকল ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করার জন্য অনুমোদন দেয়া হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার জানিয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলহাজ আব্দুল খালেক, মোঃ আমজাদ হোসেন মেম্বার, ডি এম রফিকুল ইসলাম (সাবেক মেম্বার), মোঃ আইয়ুব আলী, মোঃ আব্দুল হালিম মিয়া, শ্রী রবীন্দ্রনাথ বর্মন (অবসরপ্রাপ্ত সার্জেন্ট), মো: মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, মো: পাপন তালুকদার, দেলোয়ার হোসেন দিলু মেম্বার, মো: জজ মিয়া (সাবেক মেম্বার), মোঃ আনিসুর রহমান, মাহবুবুর রহমান বিল্লাল, কবির মন্ডল, মোঃ শাহ আলম মেম্বার, মোঃ আজহার আলী, আব্দুল করিম, আব্দুল কাদের, ছবুর মিয়া, আলম মিয়া, আসলাম মিয়া, মোঃ শহিদ মিয়া, মোঃ হুমায়ুন কবির, রুহুল আমীন, জয়নাল মিয়া, মোঃ জামাল হোসেন, শ্রী লোকনাথ চন্দ্র বর্মন, মারুফ হোসেন লিটন ও মো: মেছের আলী।

এসবি/সানি