নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সিংগাপুর ফেরত এক যুবক হোম কোয়ারেন্টাইন মেনে না চলায় জরিমানা করা হয়েছে। নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে বের হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা এই অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি গত ৭ মার্চ সিংগাপুর থেকে বাড়ি আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা জানান, করোনাভাইরাস সর্তকতায় সম্প্রতি বিদেশ থেকে আসা ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। জনসচেতনতায় লিফলেট বিতরণসহ নানাভাবে সচেতনামূলক কর্মসূচি চালাচ্ছেন তারা। তার পরও ঐ প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। ফলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির বাইরে বের হওয়ায় জরিমানা করা হয়েছে।