ইসমাইল হোসেনঃ সখীপুর উলজেলার কাকড়াজান ইউনিয়নে চুরি, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দিঘিরচালা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে থানার ওসি আমীর হোসেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি ওয়াজেদ আলী, সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ প্রমুখ বক্তব্য দেন।
এসময় স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন । ওসি আমীর হোসেন তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।