নিজস্ব প্রতিবেদকঃ কাকড়াজান ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটা, দোয়া মাহফিল করে জন্মবার্ষিকী পালন করেন। এসময় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু তাহের বিএসসি, গড়বাড়ী বাজার বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান লেবু মাষ্টার, যুবলীগ নেতা মিনহাজ হোসেন, ফরহাদ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড় আ.লীগের নেতাকর্মী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।