নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের কাকড়াজান ইউনিয়ন পরিষদ ও সার্ভিস হোল্ডার এসোসিয়েশনেরন যৌথ উদ্যোগে নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে। রোববার বিকেলে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাঘেরবাড়ী এলাকায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। এসময় জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক আ.মালেক শুকু মেলেটারি প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, কাকড়াজান ইউনিয়ন পরিষদ ও চাকুরিজীবীদের সংগঠন “সার্ভিস হোল্ডার এসোসিয়েশন (SHAKU) এর যৌথ উদ্যোগে ইউনিয়নের চার শতাধিক গরীব, দুস্থ-অসহায় মানুষের মাঝে নগদ পাঁচশত টাকা করে বিতরণ করা হবে। রোববার বিকেল থেকে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, “করোনাভাইরাসের কারনে খেটে খাওয়া মানুষগুলো অনেক কষ্টে দিনাতিপাত করছে। তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য সরকারি সাহায্যের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই। সেই আহবানে সাড়া দিয়ে ইউনিয়নের সকল ইউপি সদস্য, ব্যবসায়ী, প্রবাসী ও চাকুরিজীবীদের সংগঠন “সার্ভিস হোল্ডার এসোসিয়েশন (SHAKU) আমাদের ত্রাণ তহবিলে অনুদান দেয়। তাদের সেই অনুদানের টাকা পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গরীব- অসহায়দের মাঝে বিতরণ করা হবে।”