- মোজাম্মেল হক সজল: সখীপুরে উপজেলা ও পৌর বিএনপি’র প্রায় দুই মাস ধরে কোন কার্যালয় নেই। কার্যালয় বিহীন স্থানীয় বিএনপি’র দুই গ্রুপের নেতাকর্মীরা বিভিন্ন হোটেল ও চা স্টলে বসেই দলীয় কার্যক্রম চালাচ্ছেন আর সময় পার করছেন বলে জানিয়েছেন দলীয় একটি সূত্র। বিএনপি’র কার্যালয়ের মালামাল লুট হয়েছে বলে দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নামে গত ২৮ জানুয়ারি সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন দলীয় একাংশের নেতাকর্মীরা। এ ঘটনার আগে থেকেই বিএনপি’র দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে চলছে অন্তর্দ্বন্দ্ব। দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খানের সঙ্গে উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিবের দলীয় বিষয়ে মতানৈক্য চলছে। গত বছর ২১ নভেম্বর দুই গ্রুপ একই স্থানে পাল্টা পাল্টি সম্মেলনের আয়োজন করেন, সেখানে ১৪৪ ধারা জারি করেন প্রশাসন। পরে ওই দিন পৌর সভার বাহিরে দুই গ্রুপ স্থৃথক ভাবে সম্মেলন করে দুটি কমিটি অনুমোদনের জন্য জেলা বিএনপি’র বরাবর জমা দিয়েছেন বলে জানান সংশ্লিষ্ট নেতাকর্মীরা। তবে এখনো কেউ কোন কমিটির অনুমোদন পায়নি। গত ২১ জানুয়ারি শেখ মোহাম্মদ হাবিবের নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এড. আহমেদ আযম খানের ছবি ভাঙচুর করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় পাল্টা পাল্টি বিক্ষুভ মিছিল করে দুই গ্রুপের নেতাকর্মীরা। দলীয় কার্যালয় না থাকার বিষয়ে এড. আহমেদ আযম খানের সর্মথিত কমিটির উপজেলা বিএনপি’র সভাপতি শাজাহান সাজু বলেন, আমারা একটা ভাড়া ঘরে থাকতাম, ওটার মেয়াদ শেষ তাই ঘর ছেরে দিয়েছি। বর্তমানে পৌর এলাকায় আমার বাসায় দলীয় মিটিং করছি। সুবিধা মতো ঘর পেলেই আবার কার্যালয় চালু করবো।
অপর দিকে শেখ মোহাম্মদ হাবিবের সর্মথিত উপজেলা বিএনপি’র সভাপতি শরীফ হোসেন পাপ্পু বলেন, শাজাহান সাজুর বাহিনী বিএনপি অফিসের সকল মালামাল, জিয়াউর রহমানের ছবি ও ম্যাডামের ছবি রাতের আধাঁরে লুট করে নিয়েছে। এ বিষয়ে ¯েচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক সাজুর নামে থানায় জিডি করেছেন।
এ বিষয়ে এড. আহমেদ আযম খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর নম্বরে সংযোগ পাওয়া যায়নি। তাঁর নেতাকর্মীরা জানা যায় তিনি ডাক্তার দেখানোর জন্য সিংগাপুর অবস্থান করছেন।
শেখ মোহাম্মদ হাবিব বলেন, আযম খানের পকেট কমিটির সভাপতি শাজাহান সাজু অফিসের সব কিছু নিজের বাড়িতে নিয়ে গেছে যাতে সখীপুর থেকে বিএনপি বিলুপ্তি হয়। কিন্ত আমরা তা হতে দিবোনা।