নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস পশ্চিমপাড়া শ্রীশ্রী সার্বজনীন কালী মন্দিরের ১৫ শতাংশ জমি দখলের পায়তারা করছে স্থানীয় একটি কুচক্রী মহল। দখলের চেষ্টায় গত মঙ্গলবার মন্দিরের ওই জমির সাতটি গাছ কেটে ফেলা হয়েছে। এ নিয়ে মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র চন্দ্র কোচ বাদী হয়ে ওই এলাকার ওহাব মিয়া (৫৫) ও তার ছেলে রিগানের (২২) বিরুদ্ধে উপজেলা প্রশাসন এবং থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কালী মন্দিরের ওই ১৫ শতাংশ জমি নিয়ে দু’পক্ষের বিরোধ চলে আসছে। বিরোধের একপর্যায়ে ওহাব মিয়া ও তার লোকজন মন্দিরের জমিতে লাগানো গাছ নিজের দাবি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে এবং ওই জমি নিজের দাবি করে মন্দির উচ্ছেদের পায়তারা করছে। এ নিয়ে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কোচ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানতে চাইলে অভিযুক্ত ওহাব মিয়া ওই জমি নিজেদের দাবি করে বলেন, আমার নিজ হাতে লাগানো গাছ আমি বিক্রি করেছি। বেপারীরা সেই গাছ কেটে নিয়েছে। এখানে দখলের কোনো ঘটনা ঘটেনি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা সখীপুর থানার এসআই ওবায়দুল হক বলেন, তদন্ত চলছে। মিমাংসার লক্ষ্যে উভয়পক্ষকে নিজ নিজ কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।
অনলাইন ডেস্ক/এস