নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ১’শ পিস ইয়াবাসহ শাহজাহান মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কালিদাস বউ বাজার এলাকায় মাদক বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান মিয়া ফুলবাড়িয়া উলজেলার কৃষ্টপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। এ সময় তার অপর সঙ্গী সখীপুর উপজেলার প্রতীমাবংকী গ্রামের লাল মিয়া ওরফে নালের ছেলে মিজানুর রহমান পালিয়ে যায়। সখীপুর থানার এ এসআই মোস্তাফিজুর রহমান বলেন- গোপন সংবাদে ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহজাহানকে গ্রেফতার করে রোববার আদালতে পাঠানো হয়েছে।