বার্তা ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের আলোচিত কৃষক আব্দুল মালেকের ধান কাটে দিয়েছেন শিক্ষার্থীরা। শ্রমিকের মূল্য বৃদ্ধি ও ধানের দাম কম হওয়ায় আব্দুল মালেক প্রতীকি প্রতিবাদ হিসেবে তার ধান ক্ষেতে আগুন দেয়। আজ বুধবার ১৫ মে দুপুরে বেশ কয়েকজন কলেজ শিক্ষার্থী আব্দুল মালেকের ক্ষেতে ধান কেটে দেন। শিক্ষার্থীরা বলেন, কৃষক আব্দুল মালেককে সহযোগিতা করার জন্য ধান কেটে দিয়েছেন।

আব্দুল মালেক বলেন, শ্রমিক না পাওয়ায় ও ধানের দাম কম হওয়ায় প্রতিবাদ হিসেবে তিনি ক্ষেতে আগুন দেন। তবে শিক্ষার্থীরা তার ধান কেটে দেয়ায় তিনি অনেক খুশি। টাঙ্গাইলে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫শ টাকায়। অন্যদিকে একজন শ্রমিকের দিন মজুরি ৮৫০ টাকা। এতে প্রতি মণ ধানে কৃষককে লোকসান গুণতে হচ্ছে। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
এর আগে ধানের ন্যায্য মূল্য না পেয়ে টাঙ্গাইলের কালিহাতীর কৃষক আব্দুল মালেক সিকদার নিজের পাকা ধানে আগুন দিয়ে প্রতিবাদ জানান। রবিবার (১২ মে) দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা এলাকায় তিনি ধানক্ষেতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। স্থানীয় একটি অনলাইন সংবাদ মাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সূত্র: নিউজ টাঙ্গাইল
এসবি/সানি