নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার কালিয়ান উচ্চ বিদ্যালয় মাঠে স্হানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পরে ওই অনুষ্ঠানে ৪২ জন বিধবাকে ভাতা প্রদান করা হয়েছে।মানিক স্মৃতি সংসদের এ অনুষ্ঠানের আয়োজন করে।মানিক স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সাবেক সিভিল সার্জন, ক ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় অংশ নেন স্হানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কেন্দ্রীয়, আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহ সম্পাদক ও ডেসকো পরিচালনা বোর্ডের সদস্য ইন্জিনিয়ার আতাউল মাহমুদ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, প্রিন্সিপাল সাঈদ আজাদ সহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মানিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্হানীয় এলাকার বাসিন্দারা। অনুষ্ঠানের সমাপ্তিকালে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।এসবি/ইসমাইল