

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বীরোত্তমের প্রতিষ্ঠিত রাজনীতিক দল কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন উপলক্ষে স্থানীয় মোখতার ফোয়ারা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর পৌর কমিটির সভাপতি আবু জাহিদ রিপনের সভাপতিত্বে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা আবদুল হালিম সরকার লাল, হাসমত আলী নেতা, আতোয়ার রহমান, মীর জুলফিকার শামীম, নাজমুল তালুকদার প্রমুখ।

