নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন-সিবিএ টাঙ্গাইল (দক্ষিণ) আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমিনুল ইসলাম অন্তরকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন-সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল হক ও কার্যকরী সভাপতি মো. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো এবং কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম অন্তর সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামের বীরমুক্তিযোদ্ধা নূরুল হক মাস্টারের ছেলে।
সে বর্তমানে কৃষি ব্যাংক সখীপুর শাখায় পরিদর্শক পদে কর্মরত আছেন। তাকে সভাপতি পদে নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট সকলকে এবং টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার কৃষি ব্যাংক শাখায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।