সাইফুল ইসলাম সানি: সখীপুরে কোলন ক্যান্সারে আক্রান্ত আরিফ হোসেন মামুন (৩৫) দেশের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি উপজেলার হামিদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। মামুন পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় র্ফামেসী ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে মামুন আর ব্যবসা চালিয়ে যেতে পারছেন না। ক্যান্সার থেকে মুক্তি লাভ করে সুস্থ হয়ে বাঁচতে চায় মামুন।
পারিবারিক সূত্রে জানা যায়, ‘মা-বাবা, স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে সুখেই চলছিল মামুনের সংসার। হঠাৎ তিনি জানতে পারেন শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু এখন আর তিনি কাজ করতে পারছেন না। ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
আরিফ হোসেন মামুনের জন্য সহযোগিতা পাঠানোর ঠিকানা- ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, হিসাব নম্বর- ১৩৭.১০৩.৭৩৪৯১ (মামুনের বড় ভাই ফারুক হোসেন মিঠু)। বিকাশ নম্বর- ০১৭১০৮৫৭৪৭৬ (পারসোনাল বিকাশ, মামুন)।
-আসুন সকলে মিলে মামুনের জন্য সহযোগিতার হাত প্রসারিত করি।
-এসবি/সানি