নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন চেয়ারম্যানের ত্রাণ তহবিলে একলাখ টাকার অনুদান হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাকুরিজীবীদের সংগঠন “সার্ভিস হোল্ডার এসোসিয়েশনের (SHAKU) পক্ষ থেকে ওই সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ এনামুল হাসান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুতের হাতে এ অনুদান তুলে দেন। এসময় ইউনিয়নের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এনামুল ইসলাম বলেন, কাকড়াজান ইউনিয়ন সার্ভিস হোল্ডার এসোসিয়েশনের পক্ষ থেকে গরীব, দুস্থ ও অসহায় মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুতের ত্রাণ তহবিলে এক লাখ টাকার অনুদান হস্তান্তর করা হয়েছে। ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে খেটে খাওয়া মানুষদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। তাই ওইসব অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ইউনিয়নের চাকুরিজীবীরা এক লাখ টাকার অনুদান দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। সংগঠনটির সভাপতি ও একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস বলেন, মানুষ মানুষের জন্য। করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসময় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অসহায়দের পাশে থাকতে ইউনিয়ন চেয়ারম্যানের ত্রাণ তহবিলে একলাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। আর এ অনুদান দিয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাদ্য সামগ্রী গরীব- অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে বলেও তিনি জানান।প্রসঙ্গতঃ সংগঠনের সাধারণ সম্পাদক পুলিশ কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এই তহবিল গঠনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখেন।
