নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৯ মে শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুৃর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ৫২ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। কমিটিতে স্থান পেয়েছে সখীপুর উপজেলার প্রানবন্ত সাত তরুণ ছাত্রনেতা। কমিটির যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন রনি আহমেদ। এছাড়াও সখীপুরের আরও ছয় তরুণকে সাধারণ সদস্য পদে স্থান দেয়া হয়েছে। এরা হচ্ছেন- এ সময়ের উদিয়মান ছাত্রনেতা শরীফ খান ওরফে খান রফিক, শেখ ফরিদ, সাদ্দাম হোসেন, এসএম জোবায়ের, ইলিয়াস হাসান ও জিয়ান আল মামুন। ছাত্রলীগের জেলা কমিটিতে স্থান পেয়ে ব্যাপক উছ¦সিত ওই সাত তরুণ ছাত্রনেতা। তারা সকলেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে দেশের জন্যে কাজ করতে চায়। গতকাল শনিবার এক প্রতিক্রিয়ায় খান রফিক জানায়, ‘আমি খুবই আনন্দিত। ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতি ভালো লাগে। আমাকে জেলা কমিটির সদস্য নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।’
যুগ্ম-আহ্বায়ক রনি আহমেদ বলেন, জেলা কমিটিতে স্থান পেয়ে খুব ভালো লাগছে।
উল্লেখ্য, গত ১৯ মে মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে আহ্বায়ক এবং তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদসহ পাঁচজনকে যুগ্ম-আহ্বায়ক করে মোট ৫২ সদস্যের ছাত্রলীগের টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।