নিজস্ব প্রতিবেদক: দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। গতকাল বৃহস্পতিবার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন তিনি। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার উপজেলা ছাত্রলীগ আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও খান শরীফ, রুবেল শিকদার, আশিক মিয়া এবং শাহরিয়ার হাসান সজিবকে যুগ্ম আহ্বায়ক করে দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কিন্তু বৃহস্পতিবার সকালে ওই কমিটি ঘোষণার প্রতিবাদে পদবঞ্চিতরা প্রতিমা বংকী গাধুর স্টেশন এলাকায় ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। পরে সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের সরিয়ে দেয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম জানায়, সকলের মতেরভিত্তিতেই কমিটি ঘোষণা হয়েছে। তারপরও একটি পক্ষ কমিটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যা রাজনীতির জন্য শোভনীয় নয়।
-এসবি/সানি