নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে সবুজ মিয়া (২২) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা এ দণ্ডাদেশ দেন। সবুজ মিয়া উপজেলার কুতুবপুর গ্রামের নায়েব আলীর ছেলে। পুলিশ অভিযোগ পেয়ে বুধবার দুপুরে সবুজকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা বলেন, স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদানের সত্যতা নিশ্চত করেছেন।
-এসবি/শাকিল/সানি