
সাইফুল ইসলাম সানি: সখীপুরে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি মুজিব কলেজের শিক্ষার্থীরা। সমাবেশের পরে অধ্যক্ষের কার্যালয়ের মূল ফটকে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। সমাবেশে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক খন্দকার রকিবুল হাসান বিজয়, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাত্তার, ছাত্রলীগের হল শাখার সভাপতি সুমন সীমান্ত, শিকদার রনি প্রমুখ বক্তব্য দেন। পরে শিক্ষকদের আশ্বাসে তালা খোলে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজ ছাত্র সংসদের কমিটি বাতিল করা হলেও নির্বাচন দেওয়া দেওয়া হচ্ছেনা।
তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করে অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ছাত্র সংসদের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরেছে।
-এসবি/সানি