25 C
Dhaka
Saturday, November 15, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজি চালকের মৃত্যু

সখীপুরছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজি চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সিএনজি চালকের গলাকেটে সিএনজি ছিনতাইয়ের চেষ্টাকালে গুরুতর আহত সিএনজি চালক আবদুল জলিলের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার প্রতিমা বংকী-কাঙ্গালীছেও সড়কের লাঙ্গুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  এ সময় তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। নিহত আবদুল জলিল বাসাইল উপজেলার রাশরা গ্রামের হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় নিহত সিএনজি চালকের বাবা হবিবর রহমান বাদী হয়ে রোববার দুপুরে সখীপুরে থানায় ওই তিন ছিনতাইকারীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, শনিবার বিকেলে তিন ছিনতাইকারী বাসাইল বাসস্ট্যান্ড থেকে সখীপুরে আসার কথা বলে আবদুল জলিলের অটো সিএনজি ভাড়া নেয়। সন্ধ্যার দিকে লাঙ্গুলিয়া এলাকায় একটি বনের কাছে নিয়ে ওই চালকের গলাকেটে অটো সিএনজি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালকের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে ওই তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গুরুতর আহত সিএনজি চালক আবদুল জলিলকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই রাতেই আবদুল জলিলের মৃত্যু হয়। ছিনতাইকারীরা হচ্ছে- কালিহাতী উপজেলার রামপুর বল্লা গ্রামের মিন্টু মিয়ার ছেলে সুজন মিয়া (২৩) একই গ্রামের খোরশেদ আলীর ছেলে বিজয় (২৫) ও নেওয়াজ আলীর ছেলে রতন (২৫)।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় মামালা হয়েছে। গণধোলাইয়ের শিকার তিন ছিনতাইকারীকে সখীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মামলটি আমলে নেওয়ার পর ওই তিন ছিনতাইকারীকে গ্রেফতার দেখানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles