নিজস্ব প্রতিবেদক: বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, ভূমি নিয়ে এ অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে বন বিভাগের বিরোধ দীর্ঘদিনের। কিন্তু সব কিছুর আগে জনগণ। তাই আন্ত:মন্ত্রণালয় সভার মাধ্যমে ভূমি নিয়ে সৃষ্ট জটিলতার গ্রহণযোগ্য সমাধান করা হবে। তিনি বলেন, পরিবেশের জন্য বন দরকার। জনগণের স্বার্থরা করেই সেই বনভূমি সংরণণ করা হবে। পরিবেশ রা ও বনায়নের েেত্র বিশেষ অবদানের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পুরস্কার পেয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে সৃষ্টিসংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদ’ এ টুর্ণামেন্টের আনয়োজন করে। এম ও গণি’র সভাপতিত্বে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, ওসি মাকছুদুল আলম, গোলাম কিবরিয়া বাদল, জুলফিকার হায়দার কামাল লেবু প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় ময়মনসিংহের ভালুকা বয়েস কাব ও টাঙ্গাইল ইউথ কাব অংশ নেয়।